প্রতিষ্ঠানের কথা

image-not-found

বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ এর সর্বদক্ষিণে সবুজে ঘেরা একটি মায়াময় এলাকার নাম শাহ পরীর দ্বীপ। শাহ পরীর দ্বীপের কৃতিসন্তান মাওলানা রেজাউল করিম আজাদ সাহেব অত্র এলাকার প্রতিটি ঘরে ঘরে নারী শিক্ষার আলো জ্বালিয়ে দেয়ার প্রত্যয়ে এলাকার আলেম ওলামাদের পরামর্শে ২০১৪ সালে ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে পা পা করে বর্তমানে তৃতীয় শ্রেণী হতে দাওরায়ে হাদিস পর্যন্ত কওমি ও মাদানি সিলেবাসের সমন্বয়ে পাঠদান করানো হয়, আলহামদুলিল্লাহ। পাশাপাশি সরকারি সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় বিগত বছরগুলোতে এসএসসি তথা দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করে এলাকার সুনাম সমুজ্জ্বল করেছে। আলহামদুলিল্লাহ, এই বছর হতে ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, শাহ পরীর দ্বীপ হতে দাওরা হাদিস পাশ করে সরকারিভাবে আলিম পরীক্ষা দেয়ারও সুযোগ রয়েছে।

বিগত কয়েকবছর ধরে ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষাবোর্ড ( সি এম ই বি) এর অধীনে ৪র্থ, ৫ম ও ৭ম শ্রেণীতে মেধাবৃত্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ।
ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা ইলমের একটি দীপাধার। যে প্রদীপে প্রজ্জ্বলিত হবে দেশ ও সমাজ। ইনশাআল্লাহ

মাদরাসার তারানা

image-not-found

হৃদয়ে ইসলামিয়া
ফারুক আজিজ

ইসলামিয়া তোমায় পেয়ে দ্বীপের সকল খুশি
তাইতো তোমায় আমরা সবে এতা ভালোবাসি-২

আলোর চেরাগ জ্বালাও তুমি পরীর দ্বীপের বুকে
কুরআন হাদিস চর্চায় যেনো জান্নাতি সুখে-২
ইলমি ফানুস পেয়ে সবার মুখে ইলমি হাসি
ইসলামিয়া তোমায় পেয়ে দ্বীপের মানুষ খুশি-ঐ
নারী শিক্ষায় এনেছো তুমি নতুন এক ধারা
তাইতো তোমায় পেয়ে সবে পাগল মাতুয়ারা ।-২
তুমি যেনো রবে বুকে প্রেমের অমর রাশি
ইসলামিয়া তোমায় পেয়ে দ্বীপের মানুষ খুশি-ঐ

ইসলামিয়ার ফুল বাগানে ফুটছে কত ফুল
ফুলের সুবাস ছড়িয়ে দিয়ে দেখবে আলোর দোল-২
তাইতো সকাল সন্ধ্যা আমরা তোমার কাছে আসি
ইসলামিয়া তোমায় পেয়ে দ্বীপের মানুষ খুশি- ঐ
কুরআন হাদিস বাংলা ইংলিশ আমরা সবি পড়ি,
আরো পড়ি নারী গড়ার কত জীবন কড়ি -২
ইসলামিয়া তোমার বুকে নবী প্রেমের বাঁশি
তাইতো তোমায় আমরা সবে এতা ভালোবাসি। ঐ

প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী

image-not-found

ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, শাহ পরীর দ্বীপ অত্র এলাকার মা বোনের কাছে এবং প্রতিটি ঘরে ঘরে ইলমি রৌশনি পৌঁছে দিতে এলাকার মুরব্বি আলেমদের পরামর্শে প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হলো, সমাজের প্রতিটি স্তরে স্তরে নারী শিক্ষার প্রচার ও প্রসার করা, বিদূষী নারী সৃষ্টির পাশাপাশি আল্লাহওয়ালা নারী তৈরি করা। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রতিষ্ঠান খুব স্বল্প সময়ে আপনাদের হৃদয়ের প্রশান্তিময় জায়গায় স্থান করে নিয়েছে।

আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠান প্রতিটি সরকারি ও বেসরকারি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে এলাকার গণমানুষের মুখে হাসির রেখা ফুটিয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের পথচলার পাথেয়।

ইনশাআল্লাহ, ২০২৬সাল হতে এই প্রতিষ্ঠানের ছাত্রীরা সরকারিভাবে আলিম পরীক্ষায়ও অংশগ্রহণ করবে। আমাদের প্রতিটি সফলতার পেছনে মেহনতি শিক্ষিকাদের মেহনত, পরিশ্রমী ছাত্রীদের পরিশ্রম ও গণমানুষের সহযোগিতা।

আলহামদুলিল্লাহ, ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানায় দাওরা হাদিস পর্যন্ত কিতাব বিভাগের পাশাপাশি মহিলা হিফজ শাখা ও নুরানী শাখাও বিদ্যমান। বর্তমানে আমাদের মাদরাসায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীসহ প্রায় চব্বিশজন কর্মরত আছেন ও প্রায় ৪৫০ জনের চেয়ে বেশি ছাত্রী অধ্যয়নরত আছে।

অতীতের মতো ভবিষ্যতেও প্রতিটি মানুষের দোয়া ও দান আমাদের একান্ত প্রয়োজন। আশাকরি, আপনারা সবাই দোয়া করবেন।


মাওলানা রেজাউল করিম আজাদ
প্রতিষ্ঠাতা পরিচালক
ইসলামিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, শাহ পরীর দ্বীপ, টেকনাফ, ককসবাজার।
যোগাযোগ: ০১৮১৮-৭০৩০৮০